কুরআনে বর্ণিত মুসা (আ) এর সেরা ৪টি দোয়া ঃ
মুসা (আ) আল্লাহ কতৃক বনি ইসরায়েলের নিকট প্রেরিত হয়েছিল।তখন মিসরে বনি ইস্রায়েল দাস সম্প্রদায় ছিল।মুসা (য়া) ছিলেন আল্লাহর নবি হযরত ইবরাহিম (আ) এর পুত্র হযরত ইসহাক (আ) এর বংশধর এবং আল্লাহ তায়ালা কতৃক মনোনীত একজন সম্মানিত নবী।
তিনি (আ) রাজা ২য় রামসিস (ফিরাউন) কতৃক অনেক অত্যাচারের স্বীকার হয়েছিলেন।
মুসা (আ) কে আল্লাহ তায়ালা অসংখ্যবার পরীক্ষা করেছিলেন।মুসা (আ) আল্লাহর উপর প্রবল ভরসা রাখতেন। আল্লাহ তায়ালা হযরত মুসা (আ) কে নির্দেশ দেন অত্যাচারী এবং নিজেকে রব দাবি করা ফিরয়াউন কে আল্লাহর রাস্তায় দাওয়াত দিতে।
আল্লাহ তায়ালা ফিরাউন সম্পর্কে পবিত্র কুরআনে বলেন,
"অতপর সে লোকদেরকে একত্র করে ঘোষনা দিল"
"আমিই তোমাদের সর্বোচ্চ রব।"( সুরা ৭৯ঃ২৩,২৪)
ফিরাউন এর অত্যাচার থেকে বাচতে এবং নবুওতের সুবিধার জন্য আল্লাহ মুসা (আ) কে দোয়া শিক্ষা দিয়েছিলেন যা পবিত্র কুরআনে বর্ণিত আছে।
দোয়া ০১ঃ
رَبِّ اشْرَحْ لِيْ صَدْرِيْ
উচ্চারণ : রব্বিশরাহলি ছদরি
অর্থ : ‘হে আমার প্রতিপালক! আমার বক্ষ প্রশস্ত করে দাও (সুরা ত্বহা আয়াত ২৫)
দোয়াঃ০২
وَ يَسِّرْلِيْ أَمْرِيْ
উচ্চারণ :ওয়া ইয়াসসিরলি আমরি
অর্থঃএবং আমার কাজ সহজ করে দাও।(সুরা ত্বহা আয়াত ২৬)
দোয়া ০৩ঃ
وَ احْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِيْ يَفْقَهُوْا قَوْلِيْ
উচ্চারণঃ ওয়াহলুল উক্বদাতাম মিল লিসানি, ইয়াফক্বাহূ ক্বওলি।
অর্থঃআমার জিহ্বার জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে।’(সুরা ত্বহা আয়াত ২৭)
দোয়া ০৪ঃ
وَ اجْعَلْ لِيْ وَزِيْراً مِنْ أَهْلِيْ هَارُوْنَ أَخِيْ اشْدُدْ بِهِ أَزْرِيْ وَ أَشْرِكْهُ فِيْ أَمْرِيْ
উচ্চারণ : ওয়াঝআললি ওইযরাম মিন আহলি, হারুনা আখিশদুদবিহি আযরি, ওয়া আশরিকহু ফি আমরি।’
অর্থ : ‘আমার জন্য আমার স্বজনদের মধ্য থেকে একজন সাহায্যকারী করে দাও আমার ভাই হারূনকে, তার দ্বারা আমার শক্তি সুদৃঢ় কর ও তাকে আমার কাজে অংশী কর।’ (সুরা ত্বাহা : আয়াত ২৯-৩২)
হযরত মুসা (আ) এর এই দোয়া আল্লাহর নিকট বেশি বেশি করা উচিত।কারন এগুলো একজন নবীর দোয়া।
আল্লাহ আমাদের দোয়া কবুল করুন।আমীন
উচ্চারণ শুদ্ধ করার উপায় |
পরিবারের জন্য দোয়া |
পরিবারের শান্তির জন্য দোয়া |
সূরা তাহা আয়াত ২৫-২৮ বাংলা উচ্চারণ |
বিভিন্ন নবীদের দোয়া |
কথা বলার দোয়া |
0 Comments