আবু জাহেলঃ এক ফেরাউনের জীবিনাবসান এবং দুই বালকের বিস্ময়কর ঘটনা

বদরের যুদ্ধে কুরাইশদের নেতা ছিল আবুল হাকাম।যাকে আল্লাহর রাসুল (সা) নাম দিয়েছিলেন আবু জাহেল বা জাহেল দের পিতা। ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধে (বদর) মুসলিম ও মুশ্রিক বাহিনী যে সময় তুমুল লড়াই করছিল তখন ঘটে যায় এক বিস্ময়কর ঘটনা 

বদরের প্রান্তর

টনাটি বর্ণনা করেছিলেন আব্দুর রহমান ইবনে আউফ (রা)। তিনি বলেন,যুদ্ধের ময়দানে সেদিন তার সাথে যুদ্ধ করছিল দুই বালক ছেলে।যুদ্ধ চলা অবস্থায় তার (রা) এর ডান পাশের ছেলেটি বলল 'চাচা,এখানে আবু জাহেল কে? আমাকে একটু দেখিয়ে দিন"। আব্দুর রহমান জিজ্ঞেস করল "বালক,তুমি আবু জাহেল কে কেন খুজসো?
ছেলেটি জবাব দিল ,"আল্লাহর কসম! আমি যদি তাকে দেখতে পাই তাহলে তাকে হত্যা করব অথবা নিজে মরে যাব।
তাদের কথা শুনে আব্দুর রহমান ইবনে আউফ (রা) ভাবলেন ছেলেগুলো খুব সাহসী।তিনি বালক দুটিকে আবু জাহেলের অবস্থান দেখিয়ে দিলেন।

আব্দুর রহমানের বাম পাশের ছেলেটিও তাকে একই প্রশ্ন করল।তিনি বুঝতে পারলেন এই দুই ভাই আবু জাহেলকে হত্যা করতে একে অপরের সাথে প্রতিযোগিতা করছে। আব্দুর রহমান ইবনে আউফ (রা) এর বর্ণনায় , "ছেলে দুটি বাজ পাখির মত ধেয়ে গেল এবং আবু জাহেলকে ধরাশ্যী করল।
এরা দুজন ছিল মুয়ায ইবনে আমর ইবনে যামুহ এবং মুয়াজ ইবনে আফরা। তারা ছিল সহোদর ভাই।এদের একজন আবু জাহেলকে মেরে তার পা ভেঙ্গে দেয়।আবু জাহেলের ছেলে ইকরিমাহ সেটা দেখেমুয়াজের হাতে আঘাত করে।তার হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে ঝুওলতে থাকে। এতে মুয়াজের যুদ্ধ করতে অসুবিধা হচ্ছিল।তাই সে কাটা হাতে পা রেখে টান দিয়ে সেটা ছিড়ে ফেলে আবার যুদ্ধে মনো্যগ দেয়।এই দুই কিশোর আবু জাহেলকে ফেলে দিয়ে মারাত্মক ভাবে আহত করে।

রাসুলুল্লাহ (সা) সাহাবাদের জিজ্ঞেস করলেন, "কে আছে যে আমাকে আবু জাহেলের শেষ পরিণতির কথা জানাবে?"
তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) গেলেন আবু জাহেলের খোজ নিতে। তিনি বলেন,"আমি গেলাম আবু জাহেলের খোজ নিতে।গিয়ে দেখলাম একজন লোক মাটিতে পড়ে আছে।কাছে গিয়ে দেখলাম আবু জাহেল পড়ে আছে।" এরপর তিনি আবু জাহেলের মাথা কেটে আল্লাহর রাসুল (সা) এর সামনে পেশ করলেন।এতে রাসুল (সা) অত্যাধিক খুশি হলেন।তিনি বলেন আবু জাহেল হলো এ উম্মতের ফিরয়াউন।






আবু জাহেলের ধর্ম বিশ্বাস
আবু জাহেল কি নবীর চাচা
আবু জাহেল এর মৃত্যু
আবু জাহেল অর্থ কি                                                         
বদর যুদ্ধের ফলাফল ও শিক্ষা
বদরের যুদ্ধ সম্পর্কে কোরআনের আয়াত
বদর যুদ্ধের হাদিস
বদরের যুদ্ধের প্রত্যক্ষ কারণ কি
বদর যুদ্ধের কারণ সমূহ
ঐতিহাসিক বদর দিবস
আবু জাহেল নামের অর্থ
আবু জাহেল কে ছিলেন
abu jahl grave
abu jahl son
abu jahl history in urdu
abu jahl brother
abu jahl father name
abu jahl history in hindi
abu jahl wife